Header Ads

Header ADS

যুদ্ধবিরতির আগে রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা

 

যুদ্ধবিরতির আগে রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা



ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি বাজারে রাশিয়ার ড্রোন হামলাফা: রয়ইল ছবিটার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা করা তিন দিনের যুদ্ধবিরতির আগে দেশটিতে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। হামলার লক্ষ্যবস্তুর আওতায় ছিল রাজধানী মস্কোও। আজ মঙ্গলবার এসব হামলা চালানো হয়। এর জেরে দেশটির অনেক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়।

পুতিনের ঘোষণা করা যুদ্ধবিরতি চলবে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নসহ মিত্রপক্ষের জয়ের ৮০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে ওই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর মধ্যে শুক্রবার (৯ মে) মস্কোর রেড স্কয়ারে রুশ সামরিক বাহিনীর বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হবে।

শুক্রবারের ওই কুচকাওয়াজে প্রায় ২০ দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও। আগামীকাল বুধবার তাঁর রাশিয়া পৌঁছানোর কথা। এর আগেই রাশিয়াজুড়ে ইউক্রেনের শতাধিক ড্রোন হামলার খবর জানালো মস্কো। কিয়েভও জানিয়েছে, তাদের ওপর ১৩৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

ইউক্রেনের হামলার পর আজ মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, মস্কো ঘিরে ১৯টি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো। ওই ড্রোনের ধ্বংসাবশেষ প্রধান একটি সড়কে গিয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি। এ ছাড়া রুশ গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি সুপারমার্কেটের জানালার কাচ ভাঙা দেখা গেছে। এ ছাড়া আবাসিক একটি ভবনের একাংশ পুড়ে কালো হয়ে যেতেও দেখা যায়।

রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থার বরাতে দেশটির বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হামলার পর এক ডজনের বেশি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়। এর মধ্যে মস্কোর চারটি বিমানবন্দর রয়েছে। তবে শহরের প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে তেমন প্রভাব পড়েনি। হামলায় সেবা বিঘ্নিত হয় ভোলগোগ্রাদ ও নিঝনি নোভোগ্রোদ শহরের বিমানবন্দরেও।

এদিকে রাশিয়ার ভোরোনেঝ ও পেনজার গভর্নরেরা জানিয়েছেন, আজ এই দুই অঞ্চলে যথাক্রমে ১৮ ও ১০টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে কেউ হতাহত হননি। এ ছাড়া কুরস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্দার খিনশতেইন জানিয়েছেন, সেখানে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা হয়েছে। এতে দুই কিশোর আহত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশটিতে রাশিয়ার হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এর মধ্যে ওদেসা অঞ্চলে একজন এবং ক্রামাতোরস্ক শহরে একজন নিহত হন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ৯ মে কুচকাওয়াজ ঘিরে একটি আনন্দদায়ক আবহ তৈরি করার জন্য যুদ্ধবিরতি নিয়ে খেলছেন পুতিন।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.