Header Ads

Header ADS

নেইমারের মড়ার উপর খাঁড়ার ঘা


নেইমারের মড়ার উপর খাঁড়ার ঘা

ব্রাজিলের তারকা নেইমার নেইমারের ইনস্টাগ্রাম হ্যান্ডল

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। চোটজর্জর নেইমার এবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে। আর নতুন এই ধাক্কা বিপর্যস্ত নেইমারকে আরও কোণঠাসা করে দিল। নেইমারের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব সান্তোস।

চোটের কারণে ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ মিস করেছেন নেইমার। ২০২২ বিশ্বকাপের পর থেকে চোটের থাবা যেন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। আল হিলালে যোগ দেওয়ার পর দেড় বছরের মতো মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

গত জানুয়ারিতে আল হিলাল ছেড়ে নেইমার চলে আসেন সান্তোসে। সেখানেও অবস্থা প্রায় একই রকম। শৈশবের ক্লাবে ফিরে এখন পর্যন্ত কেবল ১২ ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাঁর।

সাম্প্রতিক সময়ে অবশ্য চোট কাটিয়ে ফেরার চেষ্টায় ছিলেন নেইমার। এর মধ্যে ব্রাজিলিয়ান লিগ সিরি ‘আ’তে সান্তোসের সর্বশেষ ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি। সেই ম্যাচে যদিও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। আর এবার এসব বিপদের সঙ্গে যুক্ত হলো করোনার আঘাত।

নেইমারের হতাশা
। রয়টার্স

বৃহস্পতিবার কোভিড টেস্টে পজিটিভ হওয়ায় নেইমারকে আইসোলেশনে রাখার কথা জানিয়েছে সান্তোস। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘বৃহস্পতিবার (৫ জুন) নেইমারের শরীরে ভাইরাসজনিত উপসর্গ দেখা যেতে শুরু করে। সান্তোসের চিকিৎসা বিভাগের মূল্যায়নের পর তিনি ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।’

করোনায় আক্রান্ত নেইমারকে সারিয়ে তুলতে সর্বোচ্চটা করার কথাও জানিয়েছে ক্লাবটি, ‘উপসর্গ দেখা যাওয়ার পর বৃহস্পতিবার থেকে সব ধরনের কার্যক্রম থেকে দূরে রয়েছেন নেইমার। তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন।’

No comments

Theme images by RBFried. Powered by Blogger.